
কিছুক্ষণ
অভীক দত্ত
১।
অসীমের স্কুটারটা বেরিয়ে গেলে সুমিতা রান্না বসাল।এই সময়টা তার ব্যস্ততা তুঙ্গে থাকে। কদিন ধরে তুতানটার পেট ঠিক নেই। যত দামই হোক শিঙি মাছের ঝোল খাওয়াতে হবে। বাড়িওয়ালা বুড়িটা পাম্প নিয়ে খুব জ্বালাতন করে। দশ মিনিটের বেশি পাম্প চললেই উপর থেকে নেমে চেঁচামেচি শুরু করে দেয়। সুমিতা পাম্প চালিয়ে তুতানকে রেডি করে নিল। পুলকারটা আসতে দেরী হচ্ছে। ...