
কনে দেখা আলো – নারায়ণ গঙ্গোপাধ্যায়

নারায়ণ গঙ্গোপাধ্যায়
| নারায়ণ গঙ্গোপাধ্যায় | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনচয়ন সরকার১১ সেপ্টেম্বর ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
এক সঙ্গে দশ পা নয়, তার চেয়ে অনেক বেশিই আমি হেটেছি দিব্যেন্দুর সঙ্গে। খানিকটা হৃদ্যতা হয়েছে বলা যায়, কিন্তু তার নাম সৌহার্দ্য নয়। তবু এই কাজের ভারটা আমারই ওপর চাপাল দিব্যেন্দু।
আমাদের জাত একেবারে আলাদা। না মেলে রুচিতে, না মেলে জীবনযাত্রায়। তবু আমার ওপর ওর অসীম শ্রদ্ধা। আমি ভিন্ন গোত্রের বলেই বোধ হয় এই শ্রদ্ধাটা—নিজের দলটার ওপরে ওর বিশ্বাস নেই বিন্দুমাত্রও। এমনটাই হয়ে থাকে সম্ভবত...