Books Pointer Logoবুকস পয়েন্টার
বই লিখুন
No results found
  • হোম
No results found
নারায়ণ গঙ্গোপাধ্যায়

@লেখক

জন্ম: ৪ ফেব্রুয়ারি ১৯১৮, দিনাজপুর, ব্রিটিশ ভারত (বর্তমান বাংলাদেশ)

মৃত্যু: ৬ নভেম্বর ১৯৭০, কলকাতা, ভারত


প্রাথমিক জীবন ও শিক্ষা:

নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট লেখক ছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম.এ ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তী সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন।


সাহিত্যজীবন:

তিনি মূলত গল্প, উপন্যাস ও শিশু-কিশোর সাহিত্য রচনার জন্য খ্যাতি লাভ করেন। তাঁর সবচেয়ে জনপ্রিয় সৃষ্টি "টেনিদা" সিরিজ, যা হাস্যরসাত্মক কিশোর সাহিত্য হিসেবে বাংলা সাহিত্যে এক বিশেষ স্থান অধিকার করেছে।


উল্লেখযোগ্য রচনা:

  1. টেনিদা সিরিজ – চারমূর্তি, টেনিদার অভিযান, টেনিদার জবানবন্দি
  2. উপন্যাস – উল্কা, লোফার, অভিশাপ
  3. ছোটগল্প – আলো ও ছায়া, পাপের পথ


মৃত্যু:

১৯৭০ সালের ৬ নভেম্বর তিনি মাত্র ৫২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

তিনি বাংলা সাহিত্যে হাস্যরসাত্মক রচনার মাধ্যমে এক বিশেষ স্থান অধিকার করে আছেন।

৮৮

বার পড়া হয়েছে

৭৬

বইসমগ্র

বইসমূহ
উপন্যাস
ছোট গল্প
টেনিদা সমগ্র