
ওয়ার্ল্ড কাপ, এবং ..

বুদ্ধদেব গুহ
একটু আগেই বৃষ্টি হয়ে গেছে এক পশলা।
আজাদ পথের উপরে লোহার ফর্মাটি সামনে রেখে বসেছিল। মেঘাচ্ছন্ন আকাশের দিকে চাইল একবার। বিরক্ত হল খুবই। এই আবহাওয়াতে কে আর জুতো পালিশ করাবে?
সকাল থেকেই দিনটা খারাপ যাচ্ছে।
বিরজুর চায়ের দোকান অন্যান্য দিন, এমনকী কোনো তেওহারের সময়েও যেমন ভিড় হয়, সেই তুলনায় আজ অনেকই বেশি ভিড়। রিলায়েন্স কাপের একদিনের ক্রিকেট খেলা আজ থেকেই শুরু হল। ওয়ার্ল্...