একটি মেয়ের আত্মকাহিনি

একটি মেয়ের আত্মকাহিনি

সঞ্জীব চট্টোপাধ্যায়

একটি মেয়ের আত্মকাহিনি

Books Pointer Iconসঞ্জীব চট্টোপাধ্যায়
Books Pointer Iconছোট গল্প

পোষ্ট করেছেনশেষ নগরী১১ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


চাঁদের আলোয় তেপান্তরের মতো একটা মাঠ। মাঠের মাঝখানে তেলমাখা একটা তাগড়া ঘোড়া দাঁড়িয়ে আছে। চেস্টনাট ব্রাউন তার রং। চামরের মতো লেজ দোলাচ্ছে। ওই ঘোড়াটাকে ধরতে হবে। পিচ্ছিল পিঠে চেপে বসতে হবে। ঘোড়াটা দিগবিদিগ জ্ঞানশূন্য হয়ে ছুটবে। চেষ্টা করবে ফেলে দিতে। তোমার কসরতটা হবে, চেপে থাকা। পড়ে গেলে তুমি তোমার সার্কিটের বাইরে চলে গেলে। পৃথিবীটা এখন রেসের মাঠ। সকলেই জকি।


Loading...