
এইসব সারমেয়

আবুল হাসান
এইসব সারমেয় শরীর সর্বদাই নাদুস চিকন পেলব মেদে আবৃত থাকে। এঁটেল শক্ত আবার অলৌকিক ভাবে নরোম পশমে বাধা এদের দেহ বল্লবী অবলোকনে মনে হতে পারে, এরা ভল্লুকের বংশধর। অভিশাপে সারমেয় প্রাপ্তি ঘটেছে।
নরোম ঘাসের সবিস্তার সবুজ লনে সূর্যোদয়ের আগে এরা ঘুম থেকে জেগে আরামদায়ক লেজ নাড়ে ক্কচিৎ কদাচিৎ। স্বভাবতঃই রৌদ্র মাখা ঘাসের জমির লাবণ্য দেখার প্রত্যাশায় এরা প্রায়শঃই লেট রাইজার হয়ে থ...