আহা! আজি এ বসন্তে

আহা! আজি এ বসন্তে

প্রচেত গুপ্ত

আহা! আজি এ বসন্তে

Books Pointer Iconপ্রচেত গুপ্ত
Books Pointer Iconছোট গল্প

পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা০৯ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

কৃষ্ণ বলিল, ‘হুঁ।’

রাধা তার গোলাপি উত্তরীয়টি মাথার উপর টানিয়া সামান্য আড় ঘোমটা দিয়া মিষ্টি হাসিয়া বলিল, ‘হুঁ নয়, উহুঁ।’

আসলে সে ঠিক করিয়া আসিয়াছে আজ কৃষ্ণের সঙ্গে খেলিবে। তাহার চিত্ত অস্থির করিয়া তুলিবে। মিলনের তাড়নায় সে ছটফট করিবে, রাগিবে, হাসিবে। তথাপি নিজেকে সমর্পণ করিবে না।

সেই খেলাই চলিতেছে।


কৃষ্ণ অভিমানারত মুখ ফিরাইয়া বলিল, ‘আমি কত...

Loading...