
আকাশের আড়ালে আকাশ

সমরেশ মজুমদার
| সমরেশ মজুমদার | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২৯ মার্চ ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
মাঠঘাট পেরিয়ে ছুটতে-ছুটতে ট্রেনটা বিকেল শেষ করে দিল। জানালায় বসে রোদ মরে যেতে দেখেছিল সে, ছায়া গাঢ় হতে-হতে ঘোলা পৃথিবী। ছুটন্ত ট্রেন থেকে অনীক সূর্য-হারানো পৃথিবীর শরীর চুঁইয়ে বেরনো অন্ধকারকে অনুভব করতে পারল এক সময়। পর-পর এইসব পরিবর্তন দেখতে-দেখতে অদ্ভুত বিষণ্ণ আরামে আক্রান্ত হয়ে গেল সে। অনীক জানালায় মাথা রেখে চাঁদ উঠতে দেখল।
আর তখনই পৃথিবীটা অন্যরকম হয়ে ...