আকাশের আড়ালে আকাশ

আকাশের আড়ালে আকাশ

সমরেশ মজুমদার

আকাশের আড়ালে আকাশ

Books Pointer Iconসমরেশ মজুমদার
Books Pointer Iconছোট গল্প

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২৯ মার্চ ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


মাঠঘাট পেরিয়ে ছুটতে-ছুটতে ট্রেনটা বিকেল শেষ করে দিল। জানালায় বসে রোদ মরে যেতে দেখেছিল সে, ছায়া গাঢ় হতে-হতে ঘোলা পৃথিবী। ছুটন্ত ট্রেন থেকে অনীক সূর্য-হারানো পৃথিবীর শরীর চুঁইয়ে বেরনো অন্ধকারকে অনুভব করতে পারল এক সময়। পর-পর এইসব পরিবর্তন দেখতে-দেখতে অদ্ভুত বিষণ্ণ আরামে আক্রান্ত হয়ে গেল সে। অনীক জানালায় মাথা রেখে চাঁদ উঠতে দেখল।


আর তখনই পৃথিবীটা অন্যরকম হয়ে ...

Loading...