
অপমানের স্বাদ

শ্যামল গঙ্গোপাধ্যায়
তিরিশ বছর আগে যেসব রাগ বাজিয়ে ছিলেন পরিতােষ—গৌড় মল্লার, পুরিয়া ধানেশ্রী—সেই সব রাগের আটাত্তর রেকর্ড আজ খুঁজলে হয়তাে শেয়ালদা, গােপালনগর, চোরবাজারে পুরনাে জিনিসের আড়তদারদের গােলায় পাওয়া যেতে পারে। ফাটাচটা! আর পাওয়া যেতে পারে দু-চারজন ভালাে শুনিয়ের কালেকশনে। নয়তাে বেরােবার পর বছর ঘুরতে দেড়শাে-দুশাে টাকার রয়ালটিতে এসে বিক্রি থেমে যেতেই সেসব রেকর্ড এরকম হারিয়েই যায়। যা চ...