
রহস্য যখন রক্তে

অভিজ্ঞান রায়চৌধুরী
| অভিজ্ঞান রায়চৌধুরী | |
| বৈজ্ঞানিক কল্পকাহিনী |
পোষ্ট করেছেনদিপা চৌধুরী০৪ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
০১.
এই–এই যে পাঁচ। আর এই দ্যাখো, শেষ সাপটা টপকালাম। এবার দুই পড়লেই উঠে যাব।
দেখো, তবু আমিই জিতব। আমি আগে ওখানে পৌঁছে যাব।
–আচ্ছা সোনা, ঠিক আছে, তুমি-ই জিতবে। তুমি সবসময় জিতবে। পিকুর মাথায় হাত বুলিয়ে দেয় জয়ন্ত।–এবার তোমার দান।
পিকু মিনিট খানেক ধরে বেশ নেড়েচেড়ে দান ফেলে। ছক্কাটা টালমাটাল করে দুই এ এসে দাঁড়ায়।
যাঃ, এক্কেবারে সা...