
ভূতচরিত

হরিনারায়ণ চট্টোপাধ্যায়
| হরিনারায়ণ চট্টোপাধ্যায় | |
| বৈজ্ঞানিক কল্পকাহিনী |
পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা০৮ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ভূত নেই বলি কী করে?
এতদিন বুক ফুলিয়ে বন্ধুবান্ধবদের আসরে, সভা-সমিতিতে বলে এসেছি, ভূত শুধু মানুষের ভয়ের ছায়া, দুর্বল মানুষের অসুস্থ কল্পনা।
ভূতে বিশ্বাসী কয়েক জন বন্ধু তর্ক করেছে।
পৃথিবীতে তোমার চেয়ে অনেক পণ্ডিত, বিজ্ঞ লোকেরা ভূতের অস্তিত্ব স্বীকার করেছেন। তুমি চিৎকার করে সে অস্তিত্বে ফাটল ধরাতে পারবে না। সবিনয়ে তাদের বলেছি তাই, পণ্ডিতদেরও ভুল হয়, বিজ্ঞজনের...