
কে তুমি
রণেন ঘোষ
মহাশয়,
আপনার লেখা ‘সময়ের রূপ’ ফেরত পাঠালাম। গল্প হিসেবে ছাপার উপযুক্ত বটে, কিন্তু তবুও ছাপা গেল না। কারণ গল্পটা ঠিক বোধহয় আপনার নয়। ১৯৬২ সালে ‘আশ্চর্য!’ পত্রিকায় প্রথম বেরিয়েছিল গল্পটা… গল্পটা নিয়ে সম্পাদক আকাশ সেনও সম্পাদকীয় লিখেছিলেন অনেকটা।
গল্পের লেখক শ্রী নির্মোক ঘোষের এটাই প্রথম লেখা। আপনার গল্পের প্রতিটি অক্ষর শ্রী নির্মোক ঘোষের গল্পের হুবহু এক। এরকম নির্লজ্জ চুরি ...