
নিম্নবর্গের ইতিহাস

গৌতম ভদ্র
| গৌতম ভদ্র | |
| ইতিহাস ও সংস্কৃতি |
পোষ্ট করেছেনঐশী বিশ্বাস১৫ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
‘নিম্নবর্গের ইতিহাস’-এর প্রথম সংকলন প্রস্তুত করার ভার আমাদের দু-জনের ওপর ন্যস্ত হয়েছিল কয়েক বছর আগে। প্রধানত আমাদের গাফিলতিতেই প্রকাশনায় এত দেরি হল। তা হলেও, বিলম্বের একটা কারণ এখানে বুঝিয়ে বললে ক্ষতি হবে না। সাবলটার্ন স্টাডিজ প্রকাশিত হওয়ার পর থেকেই বাংলা পত্রপত্রিকায় এ-বিষয়ে আলোচনা হয়ে এসেছে। সেই সঙ্গে সাবলটার্ন স্টাডিজ-এর সঙ্গে যুক্ত ...