
এক্সপেরিমেন্ট
রণেন ঘোষ
| রণেন ঘোষ | |
| বৈজ্ঞানিক কল্পকাহিনী |
পোষ্ট করেছেনকমলা কান্ত৩০ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
বন্দিপুর। কলকাতা থেকে মাইল বারো দূরে খড়দার এক বিশিষ্ট জায়গা। বছর দশেক আগেও বন্দিপুর ছিল অখ্যাত, অজ্ঞাত। কিন্তু আজ তার চেহারা পালটে গেছে। একটানা অনেকগুলো বড় বড় বাড়ি হয়েছে অল্প কয়েক দিনের মধ্যে। এর মধ্যে দেওয়াল ঘেরা সবচেয়ে বড় বাড়ির ফটকে লেখা আছে–শান্তি ভবন। বাড়ির মালিক বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ড. শান্তি দাস।
সন্ধে হয় হয়। মাটির বুকে আনাচে কানাচে, অন্ধকারের ছোঁয়াচ লা...