
অন্তিম অভিযান

দেবজ্যোতি ভট্টাচার্য
| দেবজ্যোতি ভট্টাচার্য | |
| বৈজ্ঞানিক কল্পকাহিনী |
পোষ্ট করেছেনদিশা বিশ্বাস২৪ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ভূমিকা
‘অন্তিম অভিযান’ লেখাটা আমার বহুকালের সঙ্গী। তবে এ লেখা প্রথমে উপন্যাস আকারে তৈরিই হয়নি। ১৯৯৫ থেকে ১৯৯৯ প্রায় সাড়ে চার বছর ধরে অসম-এর সময় প্রবাহ নামের বাংলা দৈনিকে (প্রসঙ্গত সেখানেই আমার পেশাদারি লেখার হাতেখড়ি) রবিবারের কমিকস হিসেবে বের হয়েছিল লেখাটা। স্ক্রিপ্ট আমার, ইলাসট্রেশন আমার গৃহিণীর।
তখনও মোবাইল ফোন সাধারণ্যে আসেনি। ইন্টারনেট, সে-ও একেবারেই শিশু। ফল...