গ্রহমণ্ডলী

গ্রহমণ্ডলী

সৈয়দ শামসুল হক

গ্রহমণ্ডলী

Books Pointer Iconসৈয়দ শামসুল হক
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা০১ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

ধর্মীয় মতে, বিশ্বে বিশালতায় মাতা বসুন্ধরার সমকক্ষ আর কেহ নাই এবং তাহাররকোনো দোসর নাই। কিন্তু বিজ্ঞানীদের মতে, বিশাল বিশ্বে আমাদের বসুমাতা একটি বালুকণা সদৃশও নহেন এবং বসুমাতা তাঁহার পিতার একমাত্র কন্যাও নহেন। হঁহারা সহোদর ভাই-ভগিনীতে বর্তমানে এগারো জন, অর্থাৎ এগারো গ্রহ।

বহুদিন পূর্ব হইতেই মানুষ কয়েকটি গ্রহের সন্ধান জানিত। তাহারা নক্ষত্র হইতে গ্রহদের পার্থক্য করিত শুধু উহাদের আলোতে ও...

Loading...