হে সময় অশ্বারোহী হও

হে সময় অশ্বারোহী হও

পূর্ণেন্দু পত্রী

হে সময় অশ্বারোহী হও

Books Pointer Iconপূর্ণেন্দু পত্রী
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনসাহিত্য কুঞ্জ১৭ জুলাই ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

তোমাকে যেন কিসের গল্প বলবো বলেছিলাম?

গাছের, না মানুষের?

মানুষের, না সাপের?

ওঃ, হ্যাঁ মনে পড়েছে।

গাছের মতো একটা মানুষ।

আর সাপের মতো একটা নারী

কুয়াশা যেমন খামচা মেরে জড়িয়ে ধরে কখনো কখনো

দুধকুমারী আকাশকে

সাপটা তেমনি সাতপাকে জড়িয়ে ধরেছিল গাছটাকে।

আর গাছটাও বেহায়া।

লাজ-লজ্জা, লোক-লৌকিকতা ভুলে গিয়ে

নৌকা ডুবে যাচ্ছে, এখুনি...

Loading...