
সে যখন বেঁচে ছিল গো

রবীন্দ্রনাথ ঠাকুর
| রবীন্দ্রনাথ ঠাকুর | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনবেলা ২৩ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
সে যখন বেঁচে ছিল গো , তখন
যা দিয়েছে বারবার
তার প্রতিদান দিব যে এখন
সে সময় নাহি আর ।
রজনী তাহার হয়েছে প্রভাত ,
তুমি তারে আজি লয়েছ হে নাথ —
তোমারি চরণে দিলাম সঁপিয়া
কৃতজ্ঞ উপহার ।
তার কাছে যত করেছিনু দোষ ,
যত ঘটেছিল ত্রুটি ,
তোমা – কাছে তার মাগি লব ক্ষমা
চরণের তলে লুটি ।
তারে যাহা – কিছু দেওয়া হয় নাই ...