দিন পরে যায় দিন

দিন পরে যায় দিন

রবীন্দ্রনাথ ঠাকুর

দিন পরে যায় দিন

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২২ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


দিন পরে যায় দিন, স্তব্ধ বসে থাকি;

ভাবি মনে, জীবনের দান যত কত তার বাকি

চুকায়ে সঞ্চয় অপচয়।

অযত্নে কী হয়ে গেছে ক্ষয়,

কী পেয়েছি প্রাপ্য যাহা, কী দিয়েছি যাহা ছিল দেয়,

কী রয়েছে শেষের পাথেয়।

যারা কাছে এসেছিল, যারা চলে গিয়েছিল দূরে,

তাদের পরশখানি রয়ে গেছে মোর কোন্‌ সুরে।

অন্যমনে কারে চিনি নাই,

বিদায়ের পদধ্বনি প্রাণে আজি বাজিছে বৃথাই।

Loading...