সব ঠাঁই মোর ঘর আছে

সব ঠাঁই মোর ঘর আছে

রবীন্দ্রনাথ ঠাকুর

সব ঠাঁই মোর ঘর আছে

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২১ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


সব ঠাঁই মোর ঘর আছে,আমি

সেই ঘর মরি খুঁজিয়া।

দেশে দেশে মোর দেশ আছে,আমি

সেই দেশ লব যুঝিয়া।

পরবাসী আমি যে দুয়ারে চাই–

তারি মাঝে মোর আছে যেন ঠাঁই,

কোথা দিয়া সেথা প্রবেশিতে পাই

সন্ধান লব বুঝিয়া।

ঘরে ঘরে আছে পরমাত্মীয়,

তারে আমি ফিরি খুঁজিয়া।


রহিয়া রহিয়া নব বসন্তে

ফুলসুগন্ধ গগনে

কেঁদে ফেরে হিয়া মিলনবিহীন

Loading...