শিকল পরার গান

শিকল পরার গান

কাজী নজরুল ইসলাম

শিকল পরার গান

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১৮ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

এই শিকল-পরা ছল মোদের এ শিকল-পরা ছল।

এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল॥

তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দি হতে নয়,

ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন-ভয়।

এই বাঁধন পরেই বাঁধন-ভয়কে করব মোরা জয়,

এই শিকলবাঁধা পা নয় এ শিকলভাঙা কল॥

তোমার বন্ধ ঘরের বন্ধনীতে করছ বিশ্ব গ্রাস,

আর ত্রাস দেখিয়েই করবে ভাবছ বিধির শক্তি হ্রাস।

...

Loading...