মুক্তি সেবকের গান

মুক্তি সেবকের গান

কাজী নজরুল ইসলাম

মুক্তি সেবকের গান

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১৮ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

ও ভাই মুক্তিসেবক দল!

তোদের কোন্ ভায়ের আজ বিদায়-ব্যথায় নয়ান ছল-ছল?

ওই কারা-ঘর তো নয় হারা-ঘর,

হোথাই মেলে মা-র-দেওয়া বর রে!

ওরে হোথাই মেলে বন্দিনী মা-র বুক-জড়ানো কোল!

তবে কীসের রোদনরোল?

তোরা মোছ রে আঁখির জল।

ও ভাই মুক্তিসেবক দল!।

আজ কারায় যারা, তাদের তরে।

গৌরবে বুক উঠুক ভরে রে!

মোরা ওদের মতোই বে...

Loading...