বিজয় গান

বিজয় গান

কাজী নজরুল ইসলাম

বিজয় গান

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১৮ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

ওই অভ্র-ভেদী তোমার ধ্বজা

উড়ল আকাশ-পথে।

মা গো, তোমার রথ-আনা ওই

রক্ত-সেনার রথে॥

ললাট-ভরা জয়ের টিকা,

অঙ্গে নাচে অগ্নিশিখা,

রক্তে জ্বলে বহ্নিলিখা – মা!

ওই বাজে তোর বিজয়-ভেরি,

নাই দেরি আর নাই মা দেরি,

মুক্ত তোমার হতে॥

আনো তোমার বর...

Loading...