বিদায় মাভৈঃ

বিদায় মাভৈঃ

কাজী নজরুল ইসলাম

বিদায় মাভৈঃ

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১৮ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

বিদায়-রবির করুণিমায় অবিশ্বাসীর ভয়,

বিশ্বাসী! বলো আসবে আবার প্রভাত-রবির জয়!

খণ্ড করে দেখছে যারা অসীম জীবনটাই,

দুঃখ তারাই করুক বসে, দুঃখ মোদের নাই।

আমরা জানি, অস্ত-খেয়ায় আসছে রে উদয়।

বিদায়-রবির করুণিমায় অবিশ্বাসীর ভয়।


হারাই-হারাই ভয় করেই না হারিয়ে দিলি সব!

মরার দলই আগলে মড়া করছে কলরব।

ঘরবাড়িটাই সত্য শুধু নয় কিছুতেই নয়।

বিদায়-রবির...

Loading...