অনাদৃতা

অনাদৃতা

কাজী নজরুল ইসলাম

অনাদৃতা

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১৯ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

ওরে অভিমানিনী!

এমন করে বিদায় নিবি ভুলেও জানিনি।

পথ ভুলে তুই আমার ঘরে দু-দিন এসেছিলি,

সকল সহা! সকল সয়ে কেবল হেসেছিলি।

হেলায় বিদায় দিনু যারে

ভেবেছিনু ভুলব তারে হায়!

ভোলা কি তা যায়?

ওরে হারা-মণি! এখন কাঁদি দিবস-যামিনী।


অভাগি রে! হাসতে এসে কাঁদিয়...