শহরে এই বৃষ্টিতে

শহরে এই বৃষ্টিতে

মহাদেব সাহা

শহরে এই বৃষ্টিতে

Books Pointer Iconমহাদেব সাহা
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ নগরী১১ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


ঢাকার আকাশ আজ মেঘাচ্ছন্ন, মাধবী এখন তুমি বাইরে যেও না

এই করুণ বৃষ্টিতে তুমি ভিজে গেলে বড়ো ম্লান হয়ে যাবে তোমার শরীর

এই বৃষ্টিতে ঝরে যদি কারো হিমে তোমার কোমল দেহের আদল

মাধবী বৃষ্টিতে তুমি বাইরে গেও না। মাধবী তুষারপাতে

বাইরে যেও না।


এ শহরে বৃষ্টি এলে আমি ভেসে যাই কান্নার করুণ ভেলায়

হাতে নিয়ে তোমার একদা দেয়া উপহারের গোপন অ্যালবাম

এ...