
রূপসী বাংলা

জীবনানন্দ দাশ
উৎসর্গ
—আবহমান বাংলা, বাঙালী
ভূমিকা
এই কাব্যগ্রন্থে যে কবিতাগুলি সংকলতি হল, তার সবগুলিই কবির জীবিতকালে অপ্রকাশিত ছিল; তাঁর মৃত্যুর পরে কোনো— কোনো কবিতা বিভিন্ন পত্র—পত্রিকায় প্রকাশিত হয়েছে।
কবিতাগুলি প্রথম বারে যেমন লেখা হয়েছিল, ঠিক তেমনই পাণ্ডুলিপিবদ্ধ অবস্থায় রক্ষিত ছিল; সম্পূর্ণ অপরিমার্জিত। পঁচিশ বছর আগে খুব পাশাপাশি সময়ের মধ...