যার যা হারিয়ে গেছে

যার যা হারিয়ে গেছে

সুনীল গঙ্গোপাধ্যায়

যার যা হারিয়ে গেছে

Books Pointer Iconসুনীল গঙ্গোপাধ্যায়
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা২৩ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


যার যা হারিয়ে গেছে


সেই যে একদিন এক ছোকরা বাজিকর অমলতাশ গাছতলায়

জোর গলায় হেঁকে বলেছিল:

কার কী হারিয়ে গেছে, এসো, এসো, আমাকে বলো

আমি সব খুঁজে দেব, আমি সব খুঁজে দেব!

এমন কে আছে, যার কখনও কিছু হারায়নি

এমন কে আছে যার কিছু হারাবার দুঃখ নেই

এমন কে আছে যে কিছু ফিরে পাওয়ার স্বপ্ন দেখে না

অনেক মানুষ এসে জড়ো হল সারা গায়ে রোদ্দুর মেখে<...

Loading...