
প্রেমাংশুর রক্ত চাই

নির্মলেন্দু গুণ
| নির্মলেন্দু গুণ | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনকমলা কান্ত২৩ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
আমি যখন বাড়িতে পৌঁছলুম তখন দুপুর,
চতুর্দিকে চিকচিক করছে রোদ্র;
আমার শরীরের ছায়া ঘুরতে ঘুরতে ছায়াহীন
একটি রেখায় এসে দাঁড়িয়েছে।
কেউ চিনতে পারেনি আমাকে,
ট্রেনে সিগারেট জ্বালাতে গিয়ে একজনের কাছ থেকে
আগুন চেয়ে নিয়েছিলুম, একজন মহকুমা স্টেশনে উঠেই
আমাকে জাপটে ধরতে চেয়েছিল,
একজন পেছন থেকে কাঁধে ...