ম্যাচবাক্সের মানুষ

ম্যাচবাক্সের মানুষ

নবারুণ ভট্টাচার্য

ম্যাচবাক্সের মানুষ

Books Pointer Iconনবারুণ ভট্টাচার্য
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা০৭ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


বারুদ মাখানো তাদের ঘরের দেওয়াল

হালকা কাঠের খটখটে নিচু ছাদ

ফ্যাকাশে অনেক মানুষ এখানে থাকে

অর্থহীন ও নিতান্ত বরবাদ।


তাদের শরীরে রক্ত আছে কি নেই

ভাববার মতো সেটা একখানা কথা

বদরাগী এরা মিশকালো সেই রাগ

জমাট আঁকড়ে রয়েছে তাদের মাথা।


কী জানি কী এক হতাশাজনিত ক্রোধে

থতমত খেয়ে ঘরের বাইরে আসে

হালকা কাঠের খটখটে...

Loading...