হে লেখক

হে লেখক

নবারুণ ভট্টাচার্য

হে লেখক

Books Pointer Iconনবারুণ ভট্টাচার্য
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা০৭ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


কলম দিয়ে কাগজে বুলিয়ে

আপনি দৃশ্যটিকে

ফুটিয়ে তুলতে পারবেন না

কারণ কেউ পারে না।


দৃশ্যের তলায়

যে বারুদ বা কয়লা আছে

সেখানে একটা ফুলকি

আপনি জ্বালাতে পারেন?


দৃশ্যটি তখনই ফুটবে

টগবগ করে

ফুটবে ফুল গনগনে মাটিতে

ফাটা পোড়া চিড় খাওয়া

মাটিতে ফুল ফুটবে।



আগ্নেয়গিরির ...

Loading...