মিষ্টি কথায়, বিষ্টিতে নয়

মিষ্টি কথায়, বিষ্টিতে নয়

শক্তি চট্টোপাধ্যায়

মিষ্টি কথায়, বিষ্টিতে নয়

Books Pointer Iconশক্তি চট্টোপাধ্যায়
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনদিয়া মল্লিক২৩ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

ছড়ার আমি ছড়ার তুমি

ছড়া এক্কে ছড়া, ছড়া দুগুণে দুই

ছড়ার বুকের মদ্দিখানে পান্‌সি পেতে শুই।

ধানের ছড়া গানের ছড়া ছড়ার শতেক ভাই

ছড়ার রাজা রবিন ঠাকুর, আর রাজা মিঠাই।

আরেক রাজা রায় সুকুমার, আছেন তো স্মরণে?

আর ছড়াকার ঘুমিয়ে আছেন সব শিশুদের মনে।

ছড়ার আমি ছড়ার তুমি ছড়ার তাহার নাই

ছড়া তো নয় পালকি, বাপা, ছজন কাহার চাই!

ছড়া নিজেই বইতে প...