
সিদ্ধি ভক্ষণ

ভারতচন্দ্র রায়গুণাকর
| ভারতচন্দ্র রায়গুণাকর | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০৮ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
দুই হাতে ঘোটনা দুপায়ে কুঁড়া ধরি।
ত্রিপুরমর্দ্দদন নাম মনে মনে স্মরি॥
তাকে পাকে ঘোঁটনায় আরম্ভিলা পাক।
ঘর্ষর ঘুরান ঘোর ঘন ঘন ডাক॥
রাশি রাশি তাল তাল পর্ব্বতপ্রমাণ।
গঙ্গাজলে ঘুলি কৈল সমুদ্র সমান।
সিদ্ধি ঘোটা হৈল হর হাসেন হরিষে!
বস্ত্র বিন ব্যস্ত হৈলা ছাকিবেন কিসে ।
হৈমবতী হাসিছেন বদনে অঞ্চল।
ভারত কহিছে আর ছাকিয়া কি ফল।