সীমা
রবীন্দ্রনাথ ঠাকুর
পোষ্ট করেছেনবেলা ২৪ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
সেটুকু তোর অনেক আছে
যেটুকু তোর আছে খাঁটি ,
তার চেয়ে লোভ করিস যদি
সকলি তোর হবে মাটি ।
একমনে তোর একতারাতে
একটি যে তার সেইটে বাজা ,
ফুলবনে তোর একটি কুসুম
তাই নিয়ে তোর ডালি সাজা ।
যেখানে তোর বেড়া সেথায়