মাধবী প্রলাপ

মাধবী প্রলাপ

কাজী নজরুল ইসলাম

মাধবী প্রলাপ

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনব্রেনস্টর্ম গুচ্ছ১৮ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

আজ লালসা-আলস-মদে বিবশা রতি

শুয়ে অপরাজিতায় ধনি স্মরিছে পতি।

তার নিধুবন-উন্মন

ঠোঁটে কাঁপে চুম্বন,

বুকে পীন যৌবন

উঠিছে ফুঁড়ি,

মুখে কাম-কন্ঠক ব্রণ মহুয়া-কুঁড়ি!

করে বসন্ত বনভূমি সুরত কেলি,

পাশে কাম-যাতনায় কাঁপে মালতী বেলি!

ঝুরে আলু-থালু কামিনী

জেগে সারা যামিন...

Loading...