
রাজার বাড়ি অনেক দূরে

দিব্যেন্দু পালিত
| দিব্যেন্দু পালিত | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২৫ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
কেউ ঝুঁকে, কেউ গভীরতর কষ্টে, আরো নিচ।
প্রতিবিম্ব নিজেকে দ্যাখে স্বচ্ছ, অবিকল।
সারাটা দিন মিথ্যে ঘুরি পিছে।
অসম্ভবের পাষ্পে ভ’রে আচম্বিতে
দু’চোখ যদি স্রোতের টানে বিলম্বিত তাকায়–
পুরনো জল উপচে পড়ে কলসটিতে।
অমল যাদু কলসটিকে উপুড় ক’রে রাখায়!
না হ’লে ওই মৃত্তিকার প্রান্ত ছুঁয়ে