ভালোবাসা মানুষুকে খুব একা করে দেয়

ভালোবাসা মানুষুকে খুব একা করে দেয়

তসলিমা নাসরিন

ভালোবাসা মানুষুকে খুব একা করে দেয়

Books Pointer Iconতসলিমা নাসরিন
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা০৭ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

ভালোবাসার কথা তাকে ছিল না, কিন্তু না বেসে আবার উপায়ও ছিল না।

আমাকে সে বাসেনি, কিন্তু ভেবে নিতাম বাসে,

তার অঙ্গভঙ্গির ভুল অনুবাদ করতাম, ইচ্ছে করেই করতাম কি না কে

জানে।

আসলে, বাসে ভাবলে সুখ হত খুব। নিজেকে সুখ দিতেই কি না কে

জানে।


ভালোবাসেনি বলে হেসে খেলে খেয়েছে ঘুরেছে,

লুটেপুটে কোনও একদিন চলেও গেছে নিঃশব্দে

বাসেনি বলে তার চলে যাওয়ায় তা...