অকাজ

অকাজ

তসলিমা নাসরিন

অকাজ

Books Pointer Iconতসলিমা নাসরিন
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা০৭ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

অনেকবার ফোন বাজলো, কেউ ধরলো না

কথা বলতে চাইলাম, কেউ বললো না

সারাদিন কোনও চিঠি নেই, কেউ লিখলো না

কেউ ভাবলো না

মনে করলো না

কেউ জাগালো না

ভালোবাসলো না।


কী জানি, হয়ত এই ফোন করা, কথা বলা, চিঠি লেখা সবকিছুকে এখন বড় অকাজ বলে

মনে হচ্ছে কারও কাছে!

ধীরে ধীরে ভুলে যায় মানুষ, ভুলেই তো যায়, কেউ হয়ত ভুলে যাচ্ছে।

আমার কিন্তু কখনও এসবের ...

Loading...