না বুঝেও আমি বুঝেছি তোমারে

না বুঝেও আমি বুঝেছি তোমারে

রবীন্দ্রনাথ ঠাকুর

না বুঝেও আমি বুঝেছি তোমারে

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২১ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

না বুঝেও আমি বুঝেছি তোমারে

কেমনে কিছু না জানি।

অর্থের শেষ পাই না, তবুও

বুঝেছি তোমার বাণী।

নিশ্বাসে মোর নিমেষের পাতে

চেতনা বেদনা ভাবনাআঘাতে

কে দেয় সর্বশরীরে ও মনে

তব সংবাদ আনি।

না বুঝেও আমি বুঝেছি তোমারে

কেমনে কিছু না জানি।

তব রাজত্ব লোক হতে লোকে

সে বারতা আমি পেয়েছি পলকে,

হৃদি-মাঝে যবে হেরেছি তোমার

বিশ্বের রাজধানী।<...

Loading...