
বিষ্ণু বন্দনা

ভারতচন্দ্র রায়গুণাকর
| ভারতচন্দ্র রায়গুণাকর | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০৭ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
কেশবায় নমো নমঃ : পুরাণ পুরুষোত্তম : চতুর্ভূজ গরুড় বাহন।
বরণ জলদঘটা : হৃদয়ে কৌস্তুভচ্ছটা : বনমালা নানা আভরণ।।
কৃপা কর কমললোচন।
জগন্নাথ মুরহর : পদ্মনাভ গদাধর : মুকুন্দ মাধব নারায়ণ।
রামকৃষ্ণ জনার্দ্দন : লক্ষ্মীকান্ত সনাতন : হৃষীকেশ বৈকুণ্ঠ বামন।
শ্রীনিবাস দামোদর : জগদীশ যজ্ঞেশ্বর : বাসুদেব শ্রীবৎসলাঞ্ছন।।
শঙ্খ চক্র গদাম্বুজ : সুশোভিত চারিভূজ : মনোহর মুকুট...