বহু কোটি যুগ পরে

বহু কোটি যুগ পরে

রবীন্দ্রনাথ ঠাকুর

বহু কোটি যুগ পরে

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২২ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


বহু কোটি যুগ পরে

সহসা বাণীর বরে

জলচর প্রাণীদের

কণ্ঠটা পাওয়া যেই

সাগর জাগর হল

কতমতো আওয়াজেই।

তিমি ওঠে গাঁ গাঁ করে;

চিঁ চিঁ করে চিংড়ি;

ইলিস বেহাগ ভাঁজে

যেন মধু নিংড়ি;

শাঁখগুলো বাজে, বহে

দক্ষিণে হাওয়া যেই;

গান গেয়ে শুশুকেরা

লাগে কুচ-কাওয়াজেই।



Loading...