ভিজে হয়ে আসে মেঘে এ দুপুর

ভিজে হয়ে আসে মেঘে এ দুপুর

জীবনানন্দ দাশ

ভিজে হয়ে আসে মেঘে এ দুপুর

Books Pointer Iconজীবনানন্দ দাশ
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ নগরী২১ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


ভিজে হয়ে আসে মেঘে এ-দুপুর — চিল একা নদীটির পাশে

জারুল গাছের ডালে বসে বসে চেয়ে থাকে ওপারের দিকে;

পায়রা গিয়েছে উড়ে তবু চরে, খোপে তার; — শসাতাটিকে,

ছেড়ে গেছে মৌমাছি; — কালো মঘে জমিয়াছে মাঘের আকাশে,

মরা প্রজাতিটির পাখার নরম রেণু ফেলে দিয়ে ঘাসে

পিঁপড়েরা চলে যায়; — দুই দন্ড আম গাছে শালিখে — শালিখে

ঝুটোপুটি, কোলাহল — বউকথাকও আর রাঙা বউটিকে

ডাকে ন...

Loading...