প্রতিধ্বনি

প্রতিধ্বনি

রবীন্দ্রনাথ ঠাকুর

প্রতিধ্বনি

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনবেলা ২৪ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


অয়ি প্রতিধ্বনি,

বুঝি আমি তোরে ভালোবাসি,

বুঝি আর কারেও বাসি না।

আমারে করিলি তুই আকুল ব্যাকুল,

তোর লাগি কাঁদে মোর বীণা।

তোর মুখে পাখিদের শুনিয়া সংগীত,

নির্ঝরের শুনিয়া ঝর্ঝর,

গভীর রহস্যময় অরণ্যের গান,

বালকের মধুমাখা স্বর,

তোর মুখে জগতের সংগীত শুনিয়া,

তোরে আমি ভালোবাসিয়াছি;

তবু ক...

Loading...