পাখির পালক

পাখির পালক

রবীন্দ্রনাথ ঠাকুর

পাখির পালক

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা২৫ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


খেলাধুলো সব রহিল পড়িয়া,

ছুটে চ ' লে আসে মেয়ে—

বলে তাড়াতাড়ি, ‘ওমা, দেখ্‌ দেখ্‌,

কী এনেছি দেখ্‌ চেয়ে। '

আঁখির পাতায় হাসি চমকায়,

ঠোঁটে নেচে ওঠে হাসি—

হয়ে যায় ভুল, বাঁধে নাকো চুল,

খুলে পড়ে কেশরাশি।

দুটি হাত তার ঘিরিয়া ঘিরিয়া

রাঙা চুড়ি কয়গাছি,

করতালি পেয়ে বে...

Loading...