পরশুরামের কুঠার

পরশুরামের কুঠার

শক্তি চট্টোপাধ্যায়

পরশুরামের কুঠার

Books Pointer Iconশক্তি চট্টোপাধ্যায়
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনSmita Biswash২৩ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

আমার ভিতর ঘর করেছে লক্ষ জনায়–

এবং আমায় পর করেছে লক্ষ জনে

এখন আমার একটি ইচ্ছে, তার বেশি নয়

স্বস্তিতে আজ থাকতে দে না আপন মনে।

—————-

লক্ষ জনে আমার ভিতর ঘর করেছে, লক্ষ জনে পর করেছে।

আমার একটি ইচ্ছা, স্বগতোক্তির মতো–আপন মনে থাকার।

যারা থাকতে দিচ্ছে না, তাদের কাছে আমার এই সামান্য নিবেদন

বার বার ঘুরে ফিরে এসেছে।