নারুদের গান

নারুদের গান

ভারতচন্দ্র রায়গুণাকর

নারুদের গান

Books Pointer Iconভারতচন্দ্র রায়গুণাকর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০৮ জুলাই ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


ঘটক হইয়া তুমি হিমালয়ে যাও।

উমা সহ মহেশের বিবাহ ঘটাও ॥

একেত নারদ আরো বিষ্ণুর আদেশ।

শিবের বিবাহ তাহে বাড়িল আবেশ

জনকের জননীর দেখিবাঁচরণ।

আর কবে হব হেন ভাগ্যের ভাজন।

মাজিয়া বীণার তার মিশাইয়া তান।

ভারতের অভিমত গৌরীগুণ গান।

নারদের গান

জয় দেবি জগন্মায় দীনদয়াময়ি

শৈলসুতে করুণানিকরে ॥

জয় চণ্ডবিনাশিনি মুগুনিপাতিনি

দুর্গব...

Loading...