
শিব বিৰাহের মন্ত্রণা

ভারতচন্দ্র রায়গুণাকর
| ভারতচন্দ্র রায়গুণাকর | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০৮ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
উমা দয়া কর গো। বিষম শমনভয় হর গো।
পাপেতে জড়িতমতি কাতর হয়েছি অতি
পতিতপাবনী নাম ধর গো॥
মা বলিয়া ডাকি ঘন শুনিয়া না দেহ মন
গুহ গজাননে বুঝি ডর গে।।
তুমি গো ভারিণী তারা অসার সংসার সারা
নানারূপে চরাচরে চর গো ॥
রাধানাথ তব দাস পুরাও তাহার আশ
তবে ঋণিচক্র ঋণে তরু গো ॥
উদাসীন দেখি হরে বিধি গদাধর।
মন্ত্রণা করিলা লয়ে যতেক অমর॥
ত্র...