
শিবে অন্ন দান

ভারতচন্দ্র রায়গুণাকর
| ভারতচন্দ্র রায়গুণাকর | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০৯ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
অন্নপূর্ণা দিলা শিবেরে অন্ন।
অন্ন খান শিব সুখসম্পন্ন ॥
কারণঅমৃত পুরিত করি।
রত্নপানপাত্র দিলা ঈশ্বরী।
সমৃত পলান্নে পুরিয়া হাতা।
পরশেন হরে হরিষে মাতা॥
পঞ্চ মুখে শিব খাবেন কত।
পূরেন উদর সাদের মত।
পায়সপয়োধি সপসপিয়া।
পিষ্টকপূর্ব্বত কচমচিয়া॥
চুকু চুকু ঢুকু চুষ্য চুষিয়া। '
কচরচর চর্য্য চিবিয়া॥
*লিহ লিহ জিহে লেহ্...