
হরগৌরী রূপ

ভারতচন্দ্র রায়গুণাকর
| ভারতচন্দ্র রায়গুণাকর | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০৮ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
কি এ নিরুপম শোভা মনোরম হরগৌরী একশরীরে।
শ্বেতপীত কায় রাজা ছুটি পায় নিছনি লইয়া মরি রে
আধ বাঘছাল ভাল বিরাজে আধপটাম্বর সুন্দর সাজে
আধ মণিময়কিঙ্কিণী বাজে আধ ফণিফণা ধরি রে।
আধই হৃদয়ে হাড়ের মালা আধামণিময়হার উজালা
আধ গলে শোতে গরল কালা আধই সুধানাধুরি রে।
এক হাতে শোতে ফণিভূষণ একহাতে শোভে মণিকঙ্কণ
আধ মুখে ভাঙ্গ ধুতুরা ভক্ষণ আধই তাম্বুল পূরি রে।
ভাঙ্গে দুল...