
শিব বন্দনা

ভারতচন্দ্র রায়গুণাকর
| ভারতচন্দ্র রায়গুণাকর | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০৭ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
শঙ্করায় নমো নমঃ : গিরিসূতা প্রিয়তম : বৃষভবাহন যোগধারী।
চন্দ্র সূর্য্য হুতাশন : সুশোভিত ত্রিনয়ন : ত্রিগূণ ত্রিশূলী ত্রিপূরারি।।
হর হর মোর দুঃখ হর।
হর রোগ হর তাপ : হর শোক হর পাপ : হিমকরশেখর শঙ্কর।।
গলে দোলে মুণ্ডমাল : পরিধান বাঘছাল : হাতে মুণ্ড চিতাভস্ম গায়।
ডাকিনী যোগিনীগণ : প্রেত ভূত অগণন : সঙ্গে সঙ্গে নাচিয়া বেড়ায়।।
অতি দীর্ঘ জটাজুট : কণ্ঠে শোভে কা...